মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা বিস্তৃত হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। রোববার (১২ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাব পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় ছড়িয়ে রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে থাকায় এর বিস্তার উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত দেখা যাচ্ছে।
এই পরিস্থিতিতে রোববার সারাদেশে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। রাতের শেষভাগ থেকে ভোরের দিকে কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এ সময়ে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই রকম আবহাওয়া অব্যাহত থাকবে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং শেষরাতে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও অনুরূপ চিত্র পাওয়া গেছে। আবহাওয়া শুষ্ক থাকবে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে।
thebgbd.com/NA