ঢাকা | বঙ্গাব্দ

উচ্চ কোলেস্টেরলের কিছু লক্ষ্মণ

উচ্চ কোলেস্টেরল সাধারণত সরাসরি কোনো লক্ষণ সৃষ্টি করে না, তবে এটি দীর্ঘমেয়াদে হৃদরোগ ও অন্যান্য জটিলতা বাড়াতে পারে।
  • | ১৫ মার্চ, ২০২৫
উচ্চ কোলেস্টেরলের কিছু লক্ষ্মণ কোলেস্টেরল

উচ্চ কোলেস্টেরল সাধারণত সরাসরি কোনো লক্ষণ সৃষ্টি করে না, তবে এটি দীর্ঘমেয়াদে হৃদরোগ ও অন্যান্য জটিলতা বাড়াতে পারে। কিছু পরোক্ষ লক্ষণ রয়েছে, যা ইঙ্গিত দিতে পারে যে আপনার কোলেস্টেরল লেভেল বেশি হতে পারে—


চোখের চারপাশে হলুদ দাগ (জ্যানথেলাজমা) – চোখের পাতার চারপাশে চর্বিযুক্ত দাগ দেখা যেতে পারে।


বুকে ব্যথা (অ্যাঞ্জাইনা) – ধমনীতে চর্বি জমে গেলে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়, যার ফলে বুকে চাপ বা ব্যথা অনুভূত হতে পারে।


হাত-পায়ের ব্যথা বা অবশ লাগা – রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি হলে হাত বা পায়ে অসাড়তা বা ব্যথা হতে পারে।


হঠাৎ স্ট্রোক বা হার্ট অ্যাটাক – দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত উচ্চ কোলেস্টেরল রক্তনালী বন্ধ করে দিতে পারে, যা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়।


অতিরিক্ত ক্লান্তি বা শ্বাসকষ্ট – ধমনীগুলো সরু হয়ে গেলে পর্যাপ্ত অক্সিজেনযুক্ত রক্ত শরীরে পৌঁছাতে পারে না, যার ফলে দুর্বলতা ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে।


কোলেস্টেরল বাড়লে সরাসরি কোনো উপসর্গ নাও থাকতে পারে, তাই নিয়মিত ব্লাড টেস্ট করানো জরুরি।