অপেক্ষাটা ৭০ বছরের। ঘরোয়া ফুটবলে নিউক্যাসল ইউনাইটেড সবশেষ শিরোপা জিতেছিল ১৯৫৫ সালে, এফএ কাপ। এরপর আর ইংল্যান্ডের ফুটবলে শিরোপা জেতা হয়নি ক্লাবটির। ১৯৬৯ মহাদেশীয় টুর্নামেন্ট ইন্টার-সিটিস ফেয়ার্স কাপ (বর্তমানের ইউরোপা লিগ) জিতেছিল নিউক্যাসল। এরপর কেটে গেছে ৫৬ বছর। অপেক্ষা খরা ঘুচিয়ে অবশেষে শিরোপা ধরা দিল নিউক্যাসলের হাতে। লিভারপুলকে হারিয়ে প্রথমবার লিগ কাপ জিতল ক্লাবটি।
ওয়েম্বলিতে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে নিউক্যাসল। ড্যান বার্নের গোলের পর আলেক্সান্ডার ইসাক ব্যবধান দ্বিগুণ করেন। পরে ব্যবধান কমান ফেডেরিকো কিয়েসা।
ম্যাচের শুরু থেকেই লিভারপুলকে চাপে রাখে নিউক্যাসল। একাধিক সুযোগ তৈরি করেও জালের দেখা পেতে ব্যর্থ হয়। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথমবার জালের দেখা পায় দলটি। ট্রিপিয়ারের কর্নারে বল পেয়ে হেডে জালে বল পাঠান বার্ন। লিড ধরে রেখেই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতে লিভারপুলের জালে বল পাঠান ইসাক। তবে অফসাইডের জন্য গোল মেলেনি। অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে। ৫২ মিনিটে জ্যাকব মার্ফির হেডে পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে অনায়াসে জাল খুঁজে নেন সুইডিশ ফরোয়ার্ড।
পরে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিউক্যাসলের জালে বল পাঠান কিয়েসা। শুরুতে অফসাইড দিলেও ভিএআরের সাহায্যে গোল মেলে লিভারপুলের। বাকি সময়টায় আর গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। লিভারপুলকে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে এড হাউয়ের দল।
thebgbd.com/NIT