আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ২৩ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে অবসরপ্রাপ্ত পেনশনধারীদের ভাতাও একই দিনে পরিশোধের জন্য চিঠি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করে। এতে বলা হয়েছে, মার্চ মাসের বেতন-ভাতা ও অবসর ভাতা ২৩ মার্চের মধ্যে পরিশোধ করতে হবে।
এর আগে অর্থ মন্ত্রণালয় জানায়, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও ২৩ মার্চ বেতন-ভাতা পাবেন।
এদিকে, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাবেন। একই সময়ে ব্যাংকও বন্ধ থাকবে, তবে কিছু ব্যাংক শাখা বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হবে।
thebgbd.com/NA