সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে বুলডোজার নীতি প্রয়োগ করতে বড় বাঁধা পেয়েছে ভারতের মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। নাগপুরে সাম্প্রতিক জাতিগত দাঙার পর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের সরকার একটি মুসলমানদের বাড়ি ও দোকান ভাঙা শুরু করে। কিন্তু মুম্বাই হাইকোর্ট সোমবার বুলডোজারে প্রয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছে।
মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি নিয়ে বিতর্ককে কেন্দ্র করে চলতি মাসের গোড়ায় নাগপুরে দাঙা ছড়ায়। জারি হয় কার্ফু। এর পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ‘বেআইনি নির্মাণে’র যুক্তি দিয়ে মুসলমানদের মহল্লায় বুলডোজার চালানো হচ্ছিল। নভেম্বরে সুপ্রিম কোর্ট রায় দেয়, কোনও ব্যক্তি অপরাধী হলেও তার সম্পত্তিতে বুলডোজার চালাতে পারে না পুলিশ-প্রশাসন।
নাগপুরের ক্ষেত্রে সেই নির্দেশ অমান্য করা হয়েছে বলে অভিযোগ তুলে আবেদন জানানো হয় মুম্বাই হাইকোর্টে। সেই মামলার শুনানিতে সোমবার প্রশাসনকে তিরস্কার করে আদালত। সেই সঙ্গে অবিলম্বে বুলডোজার চালানো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। যদিও তার আগেই সোমবার সকালে প্রশাসন নাগপুরের যশোধরা নগর এলাকার সঞ্জয়বাগ কলোনিতে দুই মুসলিমের বাড়ির একাংশকে ‘বেআইনি নির্মাণ’ বলে চিহ্নিত করে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে।
সূত্র: এনডিটিভি
এসজেড