ঢাকা | বঙ্গাব্দ

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারের পদক্ষেপে জনগণ স্বস্তি পেয়েছে: ড. ইউনূস

  • নিজস্ব প্রতিবেদক | ২৫ মার্চ, ২০২৫
রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারের পদক্ষেপে জনগণ স্বস্তি পেয়েছে: ড. ইউনূস ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, রমজান মাসজুড়ে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে, যার ফলে এবার জনগণ স্বস্তি পেয়েছে। তিনি মঙ্গলবার (২৫ মার্চ) মহান স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই আমাদের বড় চ্যালেঞ্জ ছিল, যা সফলভাবে মোকাবিলা করা হয়েছে।’


২৫ মার্চের গণহত্যা স্মরণ করে তিনি বলেন, ‘এই রাত মানবসভ্যতার ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। ১৯৭১ সালের এই রাতে পাক হানাদার বাহিনী হাজারো নিরস্ত্র বাঙালিকে হত্যা করেছিল। এরপরই মুক্তিযুদ্ধ শুরু হয়, যার মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।’


তিনি আরও বলেন, ‘চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহিদদের প্রতি জাতির পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানাই। এই আন্দোলন আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এনে দিয়েছে, যা আমরা কাজে লাগাতে চাই।’


thebgbd.com/NIT