ঢাকা | বঙ্গাব্দ

বাবা-মায়ের আড়াই কোটি টাকা ঋণ নিয়ে মুখ খুললেন রাফসান

সম্প্রতি বিলাসবহুল এক গাড়ি উপহার দিয়ে মা-বাবাকে চমকে দিয়েছেন ‘রাফসান দ্য ছোটভাই’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান।
  • | ১৫ মে, ২০২৪
বাবা-মায়ের আড়াই কোটি টাকা ঋণ নিয়ে মুখ খুললেন রাফসান ইফতেখার রাফসান

সম্প্রতি বিলাসবহুল এক গাড়ি উপহার দিয়ে মা-বাবাকে চমকে দিয়েছেন ‘রাফসান দ্য ছোটভাই’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। এরপরই রাফসানের বাবা-মায়ের বিরুদ্ধে বিপুল অংকের টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ উঠে। এ বিষয়ে মঙ্গলবার (১৪ মে) রাতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন রাফসান।


রাফসান জানান, সম্প্রতি আমার মা-বাবাকে একটি গাড়ি উপহার দেই। এর পরেই আমার মা-বাবার বিরুদ্ধে বিপুল অংকের টাকা ঋণ পরিশোধ না করার একটি অভিযোগ উঠেছে।


এখানে কিছু ভুল তথ্য আছে। প্রথমত, আমি যেই গাড়িটি উপহার দিয়েছি সেটির দাম দুই কোটির আসে পাশেও না। আর তার বাবা-মায়ের একটি কোম্পানির নামে লোন আছে এটা ঠিক। তবে সেটির বিনিময়ে আমাদের একটি জমি ব্যাংকে বন্ধক রাখা আছে।


তিনি আরও বলেন, যেহেতু আদালতে বিষয়টি চলমান। আদালত না বলা পর্যন্ত অর্থ কীভাবে পরিশোধ করবো। আমাদের টাকা পরিশোধ করার সামর্থ্য আছে, কিন্তু কোর্ট রায় দেয়া ছাড়া তো আমরা সেটা দিতে পারছি না।


রাফসান আরও বলেন, আপনারা গল্পের এক সাইড শুনে কখনই জাজ করতে পারবেন না। করোনার সময় যখন তাদের গাড়ি বিক্রি করে দিয়েছিল তখন থেকেই রাফসানের ইচ্ছে তার মা বাবাকে গাড়ি কিনে দিবেন।


প্রসঙ্গত, এর আগে রাফসান তার অন্য ভিডিওতে জানান, প্রায় ৪ বছর আগে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত অবস্থায় তাদের গাড়িটি বিক্রি করে ফেলা হয়। তখন থেকেই বাবা-মাকে নিজের টাকায় একটি বিলাসবহুল গাড়ি দিয়ে অবাক করে দেয়ার এক প্রচণ্ড জেদ কাজ করে তার ভেতর। 


এজন্য যে কোনো ধরনের পরিশ্রম এবং কষ্ট করার জন্য প্রস্তুত ছিলেন তিনি। তবে আরও অনেক জমানো গল্প ও ইচ্ছার কথা, তার ফলোয়ার বা অনুসারীদের পরে এক সময় জানাবেন বলে ভিডিওতে উল্লেখ করেন তিনি।