ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে বিভিন্ন স্থানে মুসল্লিদের ঈদের জামাত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
  • নিজস্ব প্রতিবেদক | ৩০ মার্চ, ২০২৫
রাজধানীতে বিভিন্ন স্থানে মুসল্লিদের ঈদের জামাত ছবি : সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। রোববার (৩০ মার্চ) সকালে রাজধানীর বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।


পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে মুসলিম উম্মাহ বাংলাদেশের উদ্যোগে সকাল ৭টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে শিশু, নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন এবং নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।


মুসল্লিদের দাবি, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে রোজা রাখা হারাম, তাই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করছেন। একই দিনে ঈদ উদযাপনের আহ্বান জানান নামাজে অংশগ্রহণকারীরা।


এছাড়া মৌলভীবাজার, চাঁদপুরের প্রায় ৫০টি গ্রাম এবং মাদারীপুরের ২৫টি গ্রামে প্রায় ৩০ হাজার মানুষ ঈদ উদযাপন করছেন।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩০ মার্চ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদের বয়স হবে ১.০৫ দিন, যা খালি চোখেই দেখা যেতে পারে। ইসলামিক চিন্তাবিদরা কোরআন-হাদিসের নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন, তবে সৌদি আরবের সঙ্গে ঈদ উদযাপনের বিষয়ে সরকার শিগগিরই সিদ্ধান্ত জানাবে বলে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে।


thebgbd.com/NA