ঢাকা | বঙ্গাব্দ

বিজয়ী ও পরাজিত চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে নিহত ১

  • | ১৫ মে, ২০২৪
বিজয়ী ও পরাজিত চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে নিহত ১ সংগৃহীত

গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় উপজেলা নির্বাচনে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে পরাজিত চেয়ারম্যানের সমর্থক এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৩ জন।


মঙ্গলবার ১৪ মে আনুমানিক রাত ৮টার দিকে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত কলেজ ছাত্র ওছিকুর পরাজিত চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী ভুয়ার সমর্থক ছিলেন। তিনি চন্দ্রদিঘলিয়া গ্রামের জবেদ আলীর ছেলে।।


নিহতের মা জবেদা বেগম ও বড়বোন ঝর্না বেগম সাংবাদিকদের জানান, সন্ধ্যার পর ওছিকুর ঔষধ আনতে দোকানে গেলে প্রতিপক্ষ বিজয়ী চেয়ারম্যান প্রার্থী লুটলের লোকজন তাকে মারধর করে। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে ওছিকুর মারা যায়।