ডিসেম্বরের আগে নির্বাচনী রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। বুধবার (৯ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনর কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সালাহউদ্দিন জানান, নির্বাচন নিয়ে নানামহলে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এসময় সংবিধান সংস্কার নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করেন তিনি। বলেন, পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি। কিন্তু ধর্ম নিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাবনা দেয়া হয়নি বিএনপির পক্ষ থেকে। এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে।
এছাড়া এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির প্রস্তাবনার পক্ষে নয় বিএনপি, দাবি করেন সালাহউদ্দিন আহমেদ। এসময় সংবিধান সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে নানা জায়গায়- এমন মন্তব্যও করেন বিএনপির এই নেতা।
thebgbd.com/NA