সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর উদ্যোগে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন বাজারের দোকানপাট ও জনসাধারণের মাঝে ইসরায়েল ও আমেরিকার মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য সামগ্রী বয়কট করার জন্য লিফলেট বিতরণ করা হয়েছে।
লিফলেটে নিত্যপ্রয়োজনীয় ইসরায়েলি ও আমেরিকান পন্যগুলোর তালিকা এবং তা বয়কট করে দেশীয় প্রডাক্ট ব্যবহার করার জন্য দেশীয় পন্য সামগ্রির তালিকা দেয়া হয়েছে।
গত বুধবার (৯ এপ্রিল) সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক কেএইচ সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ জয় এবং সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসাইন নাসিফের নেতৃত্বে বাজারের বিভিন্ন দোকান ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন স্টুডেন্টস কেয়ারের একটি প্রতিনিধি দল।
সংগঠনটির শিক্ষা বিষয়ক সম্পাদক ইমরান হোসাইনও সেসময় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসাইন নাসিফ বলেন "দখলদার ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী কর্তৃক ফিলিস্তিনের নিরপরাধ নারী,শিশু ও সব নাগরিকদের যে পৈশাচিক হত্যাকান্ড চালানো হচ্ছে তা বন্ধ করার জন্য তাদের অর্থনৈতিক শক্তি দূর্বল করতে হবে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা ইসরায়েলি পণ্য বয়কট মিশনে নেমেছি।
যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ জয় বলেন "বাজারের ব্যবসায়ীরা ইসরায়েলি পন্য বয়কটের জন্য প্রস্তুত।তিনি আরও বলেন বাজারের অন্যতম বড় ব্যবসায়ী মাহিমা রেস্টুরেন্টের মালিক জনাব মকবুক হোসেন ভূঁইয়া বলেছেন উনার দোকানে থাকা ইজরায়েলি পন্য শেষ হয়ে যাবার পর উনি আর ইসরায়েলি পন্য না আনার চেষ্টা করেন। এবং তিনি এ উদ্যোগের প্রসংশাও করেছেন।
তবে এ মনিটরিংয়ের সফলতার কথা জিগ্যেস করা হলে সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক ইমরান হোসাইন বলেন " বাজারের প্রায় সব দোকানদার ও জনসাধারণের মনে ইসরায়েলের প্রতি ঘৃণার জন্ম হয়েছে,আমরা মনিটরিংয়ে গিয়ে দেখতে পারি পৌর পয়েন্টের "ফুলকলি" নামক দোকানে আগে থেকেই ইসরায়েলি কোম্পানির ফ্রিজে সাদা স্টিকার দিয়ে সেটির লগো ঢেকে রেখেছেন।ফুলকলি সহ বাজারের প্রায় সবগুলো দোকানেই ইসরায়েলি পন্যসমূহ না আনার চেষ্টা করবেন করবেন বলে কথা দিয়েছেন।
সংগঠনের কার্যনির্বাহি সদস্য আশিকুর রহমান বলেছেন "আমরা যার কাছেই লিফলেট নিয়ে গিয়েছি প্রত্যেকে নিজ থেকেই আমাদের চেয়েও বেশি আগ্রহ দেখিয়েছেন পন্য বয়কট করার জন্য।।
এছাড়াও উক্ত মনিটরিংয়ে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য সাহেদ চৌধুরী,তামিম,আব্দুল হাকিম রুপন, মাহবুব সহ আরও অনেকে।