ঈদের পরের বাজারে সবজির দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজি ৬০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যা ঈদের আগের তুলনায় প্রতি কেজিতে গড়ে ২০ টাকা বেশি। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
রামপুরা, মালিবাগ ও শান্তিনগর বাজারে করলা, ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দুল বিক্রি হচ্ছে ৮০–১০০ টাকা দরে, পটোল ও ঢ্যাঁড়স ৬০–৮০ টাকায়। তুলনামূলক কম দাম রয়েছে শুধু পেঁপের, যা ৪০–৫০ টাকায় মিলছে। পেঁয়াজের দামও বেড়েছে ৫ টাকা, এখন বিক্রি হচ্ছে ৩৫–৪৫ টাকায়। তবে আলু, রসুন ও আদার দাম আগের মতোই রয়েছে।
এদিকে, বাজারে সয়াবিন তেলের সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। অনেক দোকানে বোতলজাত তেল মিলছে না, বিশেষ করে এক ও দুই লিটারের বোতল। কিছু দোকানে ৫ লিটারের বোতল থাকলেও বিক্রি হচ্ছে নির্ধারিত দাম থেকে ৫ টাকা বেশি, অর্থাৎ ১৭৫ টাকার বদলে ১৮০ টাকায়।
বিক্রেতারা বলছেন, কোম্পানিগুলো পর্যাপ্ত সরবরাহ দিচ্ছে না, বরং নতুন দাম কার্যকর না হওয়া পর্যন্ত পণ্য সরবরাহেও অনীহা দেখাচ্ছে। এক বিক্রেতা জানান, আজ প্রথমবারের মতো একটি কোম্পানি মাত্র তিন কার্টন তেল দিয়েছে এবং জানিয়েছে, দাম বাড়ানোর পর নতুন করে পণ্য সরবরাহ করবে।
তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো সরকারের কাছে প্রতি লিটারে ১৮ টাকা বাড়িয়ে দাম ১৯৩ টাকা করার প্রস্তাব দিয়েছে। যদিও এখনো সরকারের পক্ষ থেকে দাম বাড়ানোর অনুমোদন মেলেনি, তবে তা নিয়ে আলোচনা চলছে।
সব মিলিয়ে ঈদের পর বাজারে আবারও বাড়তি চাপ পড়েছে সাধারণ মানুষের ঘাড়ে—সবজি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে।
thebgbd.com/NIT