আবুধাবিতে বৃহস্পতিবার বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পাওয়ার পর যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন রাশিয়ার কারাগারে বন্দি থাকা মার্কিন-রুশ ব্যালে নৃত্যশিল্পী জেনিয়া কারেলিনা। তার আইনজীবী মিখাইল মুশাইলভ জানান, আবুধাবি বিমানবন্দরে বন্দি বিনিময় সম্পন্ন হওয়ার পর কারেলিনা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মিখাইল মুশাইলভ বলেন, কারেলিনা বন্দি বিনিময়ের আওতায় ছিলেন। বিনিময়টি আবুধাবিতে হয়েছে এবং কয়েক ঘণ্টা আগে তিনি বিমানে করে আবুধাবি ছেড়ে দেশের উদ্দেশ্যে চলে গেছেন।
বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘জেনিয়া কারেলিনা একটি বিমানে যুক্তরাষ্ট্রে ফিরে আসছেন। রাশিয়া তাকে এক বছরেরও বেশি সময় ধরে অন্যায়ভাবে আটকে রাখে। প্রেসিডেন্ট ট্রাম্প তার মুক্তি নিশ্চিত করেছেন। তিনি (ট্রাম্প) সকল মার্কিনিদের মুক্তির জন্য কাজ চালিয়ে যাবেন।’
সূত্র: এএফপি
এসজেড