ঢাকা | বঙ্গাব্দ

মন্ত্রণালয় পুনর্বণ্টন করলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফের মন্ত্রণালয় পুনর্বণ্টন করেছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৫ এপ্রিল, ২০২৫
মন্ত্রণালয় পুনর্বণ্টন করলেন প্রধান উপদেষ্টা ছবি : সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফের মন্ত্রণালয় পুনর্বণ্টন করেছেন। নতুন দায়িত্ব পেলেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন বা পুনর্বণ্টনের সিদ্ধান্ত নিয়েছেন।


এর আগে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেন প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফ। ২০২৩ সালের ২০ ডিসেম্বর তার মৃত্যুতে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব আপাতত নিজের কাছে রেখেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। পরে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় আলী ইমাম মজুমদারকে। এবার শেখ বশিরউদ্দিনকে দায়িত্ব দিয়ে পর্যটন ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করলেন তিনি।


প্রসঙ্গত, ২০২৩ সালের ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে অন্তর্বর্তী সরকারে মন্ত্রণালয় পুনর্বণ্টনের কাজ চালিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সবশেষ ৫ মার্চ সি আর আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন তিনি।


thebgbd.com/NA