ঢাকা | বঙ্গাব্দ

প্রশ্ন-উত্তর: সতর প্রকাশ পেলে কি অজু ভেঙে যায়?

হ্যাঁ, সতর প্রকাশ পাওয়ার কারণে অজু ভেঙে যায়।
  • নিজস্ব প্রতিবেদক | ১৫ এপ্রিল, ২০২৫
প্রশ্ন-উত্তর: সতর প্রকাশ পেলে কি অজু ভেঙে যায়? ছবি : সংগৃহীত।

হ্যাঁ, সতর প্রকাশ পাওয়ার কারণে অজু ভেঙে যায়।


ইসলামী শরিয়তে সতর হলো সেই অঙ্গ যা প্রকাশ করা নিষিদ্ধ, এবং তার মধ্যে পুরুষদের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং মহিলাদের জন্য সমস্ত শরীর (মুখ ও হাত ছাড়া) সতর।


যখন এই সতর কোনো কারণে উন্মুক্ত হয়ে যায়, যেমন কাপড় ছিঁড়ে বা অন্য কোনভাবে, তখন তা অজু ভেঙে ফেলে। এর ফলে নতুন করে অজু করতে হবে।


এটি ইসলামের নির্দেশনার মধ্যে পড়ে এবং মুসলিমদের জন্য এটা অবশ্য পালনীয়।


thebgbd.com/NA