ঢাকা | বঙ্গাব্দ

ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস

  • নিজস্ব প্রতিবেদক | ১৬ এপ্রিল, ২০২৫
ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস সংগৃহীত

কয়েক দিনের দাবদাহের পর রাজধানী ঢাকায় আজ স্বস্তি এনে দিয়েছে ঝুম বৃষ্টি। বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে হঠাৎ করে শুরু হওয়া ঝোড়ো হাওয়ার পরপরই নামে এই বৃষ্টি।


এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।


এ ছাড়া দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।


আবহাওয়ার এমন পরিবর্তনে কিছুটা স্বস্তি ফিরলেও বজ্রপাতের ঝুঁকি থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।


thebgbd.com/NIT