ঢাকা | বঙ্গাব্দ

শুল্ক অচলাবস্থা হ্রাস পাবে

বেসেন্ট বলেছেন, শিগগিরই তিনি উত্তেজনা প্রশমনের আশা করছেন।
  • অনলাইন ডেস্ক | ২৪ এপ্রিল, ২০২৫
শুল্ক অচলাবস্থা হ্রাস পাবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্যিক অচলাবস্থা টেকসই নয় বলে মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি আশা প্রকাশ করেছেন, চলমান পাল্টাপাল্টি শুল্ক যুদ্ধের তীব্রতা শিগগিরই হ্রাস পাবে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


জেপিমর্গান আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট বলেন, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ দুটি একে অপরের আমদানিতে যে বিশাল শুল্ক আরোপ করেছে তা পারস্পরিক বাণিজ্য নিষেধাজ্ঞার শামিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীবার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফেরার পর এ বছরের শুরুতে ওয়াশিংটন ও বেইজিং পরস্পরের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করে।


জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর চীনের বহু পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর পেছনে যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল ফেন্টানিল সরবরাহ চেইনে চীনের ভূমিকা ও বেইজিংয়ের 'অন্যায্য বাণিজ্যিক চর্চা'। এর জবাবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করে।


রুদ্ধদ্বার ওই বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছেন, বেসেন্ট বলেছেন, শিগগিরই তিনি উত্তেজনা প্রশমনের আশা করছেন এবং এই সম্ভাবনা বাজারে কিছুটা স্বস্তি নিয়ে আসবে বলে তিনি মন্তব্য করেন। ওই রুদ্ধদ্বার বৈঠকটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংকের বসন্তকালীন সভার পাশাপাশি অনুষ্ঠিত হয়। তবে এটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল না। বেসেন্টের মন্তব্যের খবর প্রকাশের পরপরই ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলোতে ঊর্ধ্বগতি দেখা যায়। 


মার্কিন অর্থমন্ত্রী আরও বলেছেন, দিনের শেষে বেইজিংয়ের সঙ্গে একটি বড় চুক্তি সম্ভব। তবে সেজন্য ‘ন্যায্য বাণিজ্যের’ পরিবেশ নিশ্চিত করতে হবে এবং চীনকে তার অর্থনীতির ভারসাম্য পুনরুদ্ধার করতে হবে। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নয়। এই সপ্তাহে যখন বিশ্বব্যাপী অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা ওয়াশিংটনে জড়ো হয়েছেন, তখন সকলের নজর রয়েছে ট্রাম্পের নতুন ও ব্যাপক শুল্ক নীতির প্রেক্ষাপটে বাণিজ্য আলোচনা কতটা অগ্রসর হয় তার দিকে।


সূত্র: এএফপি


এসজেড