ঢাকা | বঙ্গাব্দ

আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের বিচার

তিনি সরাসরি আলোচনার মাধ্যমে বীমা পলিসি চুক্তি করার জন্য প্রশাসনকে ব্যবহার করেছেন।
  • অনলাইন ডেস্ক | ১১ জুলাই, ২০২৫
আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের বিচার আলবার্তো ফার্নান্দেজ।

আর্জেন্টিনার একজন বিচারক বৃহস্পতিবার দেশটির সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে সরকারি বিভাগ কর্তৃক গৃহীত বীমা পলিসি সম্পর্কিত দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন। ফার্নান্দেজ ২০১৯-২০২৩ মেয়াদে আর্জেন্টিনার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। বুয়েনস আইরেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


বিচারক সেবাস্তিয়ান ক্যাসানেলোর সিদ্ধান্ত অনুসারে, ফার্নান্দেজের আচরণ ‘সরকারি পদের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে। আর্জেন্টিনার গণমাধ্যমে এটি প্রকাশিত হয়েছে। বিষয়টি তার আইনজীবী মারিয়ানা বারবিত্তা নিশ্চিত করেছেন। বারবিত্তা এটিকে ‘একটি স্বেচ্ছাচারী, ভিত্তিহীন সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, এর বিরুদ্ধে আপিল করা হবে।


৬৬ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার সরকার ব্রোকার ব্যবহার করে। এদের মধ্যে একজনের সঙ্গে তার অফিসের সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ আনা হয়েছে। তিনি সরাসরি আলোচনার মাধ্যমে বীমা পলিসি চুক্তি করার জন্য প্রশাসনকে ব্যবহার করেছেন। প্রধান ব্রোকার ফার্নান্দেজের ব্যক্তিগত সচিবের স্বামী। 


বিচারক বলেছেন, সাবেক প্রেসিডেন্ট এই ব্যবস্থা সম্পর্কে অবগত ছিলেন। শুক্রবার ক্যাসানেলোর জিজ্ঞাসাবাদে, ফার্নান্দেজ কোনও অন্যায় কাজ করার কথা অস্বীকার করেছেন।


সূত্র: এএফপি


এসজেড