ঢাকা | বঙ্গাব্দ

বাবার ঠিকাদারি লাইসেন্স ইস্যুতে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব

স্কুলশিক্ষক বাবার ঠিকাদারি লাইসেন্স নেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
  • নিজস্ব প্রতিবেদক | ২৪ এপ্রিল, ২০২৫
বাবার ঠিকাদারি লাইসেন্স ইস্যুতে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ছবি : সংগৃহীত।

স্কুলশিক্ষক বাবার ঠিকাদারি লাইসেন্স নেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষমা চান এবং ঘটনাটির ব্যাখ্যা দেন।


তিনি লিখেছেন, “প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।” তিনি জানান, গতকাল রাতে এক সাংবাদিক তার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে তিনি সংবাদকর্মীকে জানান। এরপর তা গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়।


পোস্টে আসিফ মাহমুদ বলেন, “আমার বাবা আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় এক ঠিকাদার কাজ পেতে বাবার পরিচয় ব্যবহার করতে চেয়ে তাকে লাইসেন্স নেওয়ার পরামর্শ দেয়। বাবা জেলা নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে একটি ঠিকাদারি লাইসেন্স নেন। যদিও আইনি দিক থেকে সেটি বৈধ, তবে আমি একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকার সময় এটি স্পষ্টভাবেই স্বার্থসংঘাত (Conflict of Interest)।”


তিনি আরও বলেন, বিষয়টি তার বাবাকে বোঝানোর পর, আজ বাবার আবেদনের ভিত্তিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। তিনি নিশ্চিত করেন, এই লাইসেন্স ব্যবহার করে কোনো সরকারি প্রকল্পে কাজের জন্য আবেদন করা হয়নি।


পোস্টের শেষে তিনি বলেন, “বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।”


এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে যেমন সমালোচনা চলছে, তেমনি অনেকে উপদেষ্টার প্রকাশ্য ক্ষমা চাওয়াকে ইতিবাচক নজির হিসেবেও দেখছেন।


thebgbd.com/NA