ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়াকে হামলা বন্ধ করতে হবে

ইউক্রেন পূর্ণ যুদ্ধবিরতি ও হামলা বন্ধে সম্মত হওয়ার ৪৪ দিন অতিক্রান্ত হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২৪ এপ্রিল, ২০২৫
রাশিয়াকে হামলা বন্ধ করতে হবে ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতে রাশিয়ার হামলায় কমপক্ষে নয় জন নিহত হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, রাশিয়াকে অবিলম্বে তার হামলা বন্ধ করতে হবে।


কিয়েভ থেকে এএফপি জানায়, অবিলম্বে ও নিঃশর্তভাবে হামলা বন্ধ করার উল্লেখ করে তিনি এক্স-এ এক পোস্টে বলেছেন, ‘ইউক্রেন পূর্ণ যুদ্ধবিরতি ও হামলা বন্ধে সম্মত হওয়ার ৪৪ দিন অতিক্রান্ত হয়েছে এবং রাশিয়া ৪৪ দিন ধরে আমাদের জনগণকে হত্যা করে চলেছে।’ 


সূত্র: এএফপি


এসজেড