ঢাকা | বঙ্গাব্দ

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

জামালপুরের নরুন্দি রেলস্টেশনে কমিউটার ট্রেনে হামলার ঘটনায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
  • | ১৭ মে, ২০২৪
দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক উদ্ধারকৃত দেশীয় অস্ত্র

জামালপুরের নরুন্দি রেলস্টেশনে কমিউটার ট্রেনে হামলার ঘটনায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ মে) রাতে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি জামালপুর নরুন্দি স্টেশনে পৌঁছলে হামলার এ ঘটনা ঘটে।


আটকৃতরা হলো- ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার জকিরুল ইসলাম (১৫), একই এলাকার মারুফ হোসেন (১৮), রাকিব হোসেন (২০), রাকিব হাসান (১৮), মো.শিহাব উদ্দিন (১৭) ও একই উপজেলার ডৌয়াখোলা এলাকার দুদু মিয়ার ছেলে শাকিল আহম্মেদ (১৮)।


জামালপুর রেলওয়ে থানা পুলিশ জানায়, ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এক ছাত্রের সঙ্গে শক্রতা ছিল কিশোরগ্যাং সদস্যদের।


বৃহস্পতিবার রাতে কম্পিউটার ট্রেনে ময়মনসিংহ থেকে জামালপুরের বাড়িতে ফিরছিলেন ওই ছাত্র। পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যার উদেশ্য ময়মনসিংহ স্টেশন থেকে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য উঠে একই ট্রেনে।


কিশোর গ্যাংয়ের সদস্যরা পিয়ারপুর স্টেশনে ওই ছাত্রকে ট্রেন থেকে টেনে হিঁছড়ে নিচে নামানোর চেষ্টা করলে যাত্রীদের বাঁধার মুখে তাকে নামাতে পারেনি। এক পর্যায়ে যাত্রীদের সহায়তা সে ট্রেনেই লুকিয়ে পড়ে। ট্রেনটি নরুন্দি স্টেশনে বিরতি দিলে কিশোর গ্যাং সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ট্রেন যাত্রীদের ওপর হামলা চালায়।


এ সময় তারা ট্রেনের জানালা ভাঙচুর করে। এরই মধ্যে ট্রেন ছেড়ে দিলে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য নরুন্দি স্টেশনে আটকা পড়ে। তাদের গতিবিধি সন্দেহ হলে স্টেশনের লোকজন তাদের আটক করে। পরে তাদের ব্যাগ তল্লাশি করে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 


পরে তাদেরকে স্টেশন মাষ্টারের মাধ্যমে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্র ও পরে জামালপুর রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে।