বিশ্বকাপের আগে প্রায় সকল দলই ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে। বাংলাদেশও খেলবে দুইটি ওয়ার্ম-আপ ম্যাচ। প্রথমটি খেলবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আর দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচ ভারতের বিপক্ষে।
বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। সূচি অনুযায়ী, ২৮ মে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।
এরপর আগামী ১ জুন শেষ ওয়ার্ম-আপ ম্যাচে বাংলাদেশ খেলবে আসরের অন্যতম ফেবারিট দল ভারতের বিপক্ষে। তবে বাংলাদেশ-ভারত ম্যাচ কয়টায় অনুষ্ঠিত হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।
এদিকে ওয়ার্ম-আপ ম্যাচের আগে বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আগামী ২১, ২৩ এবং ২৫ মে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। এরই মধ্যে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে। শুক্রবার (১৭ মে) ভোরে হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে পা রাখে।