ঢাকা | বঙ্গাব্দ

পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে রেলগেটে কাজ করছেন নারীরাও

ব্যস্ত রেলগেটে যেখানে যানবাহন সামলাতে হিমশিম খেতে হয় পুরুষদের, সেখানে এই কঠিন কাজই কাঁধে তুলে নিয়েছেন নারীরা।
  • | ১৭ মে, ২০২৪
পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে রেলগেটে কাজ করছেন নারীরাও সংগৃহীত

ব্যস্ত রেলগেটে যেখানে যানবাহন সামলাতে হিমশিম খেতে হয় পুরুষদের, সেখানে এই কঠিন কাজই কাঁধে তুলে নিয়েছেন নারীরা। চট্টগ্রামের চারটি রেলগেটে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে গেট কিপারের দায়িত্ব পালন করছেন ৭ নারী। সন্তান আর সংসারের দায়িত্ব সামলে সুচারুভাবেই রেলগেটে কঠিন এ কাজ চালিয়ে যাচ্ছেন এসব নারীরা।


দ্রুতবেগে আসছে ট্রেন। মিলেছে সিগনাল। তাই নিরাপত্তা গেট ফেলার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বকুল আফরোজা। সেই সঙ্গে যানবাহনের গতি নিয়ন্ত্রণের কাজ করছেন। কখনো সকালে, কখনো বা বিকেলে প্রতিদিন কঠিন এ কাজ করছেন রেল গেট কিপারের দায়িত্বে থাকা অদম্য এ নারী।  


২০১৯ সালে অষ্টম শ্রেণি পাস বকুল চাকরিতে যোগ দেন। তবে শুধু বকুলই নন, একই গেটে নিজের কর্তব্য পালনে অবিচল আকলিমা। সবুজ পতাকা নাড়িয়ে করছেন কঠিন এই কাজ। পুরুষের পাশাপাশি সমানতালে কাজ করছেন বকুল, আকলিমারা।


যদিও এর আগে নগরীর রেলগেটে ট্রাফিকের কাজে দেখা যেত পুরুষদের। তবে এবার এ দায়িত্ব পালন করছেন সংগ্রামী ৭ নারী।