ঢাকা | বঙ্গাব্দ

গাজায় বর্বরতা নিয়ে মালয়েশিয়ার নিন্দা

সোমবার কুয়ালালামপুরে শুরু হতে যাওয়া আসিয়ান শীর্ষ সম্মেলনের প্রাক্কালে মোহাম্মদ হাসান এ বক্তব্য দেন।
  • অনলাইন ডেস্ক | ২৫ মে, ২০২৫
গাজায় বর্বরতা নিয়ে মালয়েশিয়ার নিন্দা মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান।

গাজায় চলমান ‘বর্বরতার’ নিন্দা জানিয়ে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোববার বলেন, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের প্রতি আন্তর্জাতিক উদাসীনতা ও ‘দ্বিচারিতা’রই প্রতিফলন এটি। কুয়ালালামপুর থেকে এএফপি জানায়, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে বলেন, ‘এগুলো (গাজায় বর্বরতা) আন্তর্জাতিক আইনের পবিত্রতা লঙ্ঘনের প্রত্যক্ষ ফল।’


সোমবার কুয়ালালামপুরে শুরু হতে যাওয়া আসিয়ান শীর্ষ সম্মেলনের প্রাক্কালে মোহাম্মদ হাসান এ বক্তব্য দেন। মোহাম্মদ হাসান বলেন, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত বর্বরতা আন্তর্জাতিক উদাসীনতা ও দ্বিচারিতার প্রতিফলন। আসিয়ান চুপ থাকতে পারে না।’ উল্লেখ্য, মালয়েশিয়া বর্তমানে আসিয়ানের  সভাপতির দায়িত্ব পালন করছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আসিয়ানের দশ সদস্য রাষ্ট্রই ফিলিস্তিনিদের অধিকারের প্রতি তাদের ‘দীর্ঘদিনের সমর্থন’ পুনর্ব্যক্ত করে।


মুসলিম-সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ার ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং দেশটির অনেক নাগরিক ফিলিস্তিনিদের সমর্থন করে। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে কুয়ালালামপুর গাজায় ফিলিস্তিনিদের জন্য এক কোটি মার্কিন ডলারের বেশি অর্থ সহায়তা ও মানবিক ত্রাণ পাঠিয়েছে।


সূত্র: এএফপি 


এসজেড