ঢাকা | বঙ্গাব্দ

‘নাগরিক সেবা বাংলাদেশ’ কার্যক্রমের যাত্রা শুরু

প্রকল্পটির আওতায় গুলশান, উত্তরা ও নীলক্ষেতে নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে গুলশান ও উত্তরা ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৬ মে, ২০২৫
‘নাগরিক সেবা বাংলাদেশ’ কার্যক্রমের যাত্রা শুরু ফাইল ছবি

সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে “এক ঠিকানায় সব নাগরিক সেবা” স্লোগানে যাত্রা শুরু করেছে নাগরিক সেবা বাংলাদেশ। সোমবার (২৬ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাইলট প্রকল্পের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

প্রকল্পটির আওতায় গুলশান, উত্তরা ও নীলক্ষেতে নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে গুলশান ও উত্তরা ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে। এ কেন্দ্রগুলো থেকে প্রশিক্ষিত উদ্যোক্তারা জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, কর ফাইলিংসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করবেন।

প্রধান উপদেষ্টা বলেন, দালালদের দৌরাত্ম্য কমাতে এবং হয়রানি বন্ধে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ। তিনি জন্মের সঙ্গে সঙ্গে নিবন্ধন সনদ নিশ্চিত করার নির্দেশ দেন এবং মন্ত্রণালয়গুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মাধ্যমে সেবা উন্নত করার আহ্বান জানান।

আইসিটি বিভাগের সহায়তায় গঠিত এই সেবা কেন্দ্রগুলোতে স্থানীয় নারী-পুরুষ উদ্যোক্তারা প্রশিক্ষণ শেষে কাজ করছেন। প্রথম পর্যায়ে ১০০ উদ্যোক্তা (৫০ জন নারী, ৫০ জন পুরুষ) সনদ পেয়েছেন।

ফয়েজ তৈয়্যব জানান, ভবিষ্যতে পোস্ট অফিসসহ অব্যবহৃত সরকারি স্থাপনাগুলোকে রূপান্তর করে সেবাকেন্দ্র বাড়ানো হবে। এটি যেমন নাগরিকদের জন্য সেবা সহজ করবে, তেমনি উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবসমাজ ও নারীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশন, ভূমি মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, স্থানীয় সরকার বিভাগসহ বিভিন্ন সংস্থার উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


thebgbd.com/NIT