ঢাকা | বঙ্গাব্দ

সোমবার বিকেল ৩টায় বাজেট ঘোষণা

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি চলতি অর্থবছরের ঘোষিত বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম হলেও গত বছর সংশোধিত ৭ লাখ ৪৪ হাজার কোটি টাকার বাজেটের তুলনায় ৪৬ হাজার কোটি টাকা বেশি।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ জুন, ২০২৫
সোমবার বিকেল ৩টায় বাজেট ঘোষণা অর্থ উপদেষ্টা।

২০২৫-২৬ অর্থবছরের জন্য জাতীয় বাজেট আগামীকাল সোমবার ( জুন) ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। পূর্বঘোষিত সময় বিকেল ৪টার পরিবর্তে এক ঘণ্টা এগিয়ে বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ। তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

 

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি চলতি অর্থবছরের ঘোষিত বাজেটের তুলনায় হাজার কোটি টাকা কম হলেও গত বছর সংশোধিত লাখ ৪৪ হাজার কোটি টাকার বাজেটের তুলনায় ৪৬ হাজার কোটি টাকা বেশি।

 

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে শেখ হাসিনা সরকারের অধীনে ঘোষিত বাজেটের আকার ছিল লাখ ৯৭ হাজার কোটি টাকা। তবে গত বছরের আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর . মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাজেটটি সংশোধন করে।

 

বাজেট বক্তৃতা শেষে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রস্তাবিত বাজেটের সকল তথ্য প্রকাশ করা হবে। এছাড়া অনুমোদিত গণমাধ্যমকর্মীরা তথ্য অধিদপ্তর থেকেও বাজেট বক্তৃতা ডকুমেন্ট সংগ্রহ করতে পারবেন।

 

সাধারণ জনগণ বিশ্লেষকরা এবার বাজেটে কী চমক আসছে তা জানতে আগ্রহী। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেকারত্ব হ্রাস বিনিয়োগ বৃদ্ধিতে জোর দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।


thebgbd.com/NIT