ঢাকা | বঙ্গাব্দ

আলোচনায় অগ্রগতি নেই

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘সমাধান অত্যন্ত জটিল এবং এতে বহু সূক্ষ্ম বিষয় জড়িত।’
  • অনলাইন ডেস্ক | ০৪ জুন, ২০২৫
আলোচনায় অগ্রগতি নেই দিমিত্রি পেসকভ

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় শিগগির কোনো অগ্রগতি আশা করা উচিত নয় বলে মঙ্গলবার সতর্ক করেছে ক্রেমলিন। এর আগের দিন তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত একটি সংক্ষিপ্ত আলোচনায় মস্কো ইউক্রেনের পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে। মস্কো থেকে এএফপি জানায়, মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘সমাধান অত্যন্ত জটিল এবং এতে বহু সূক্ষ্ম বিষয় জড়িত।’ তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিক কোনো সাফল্য বা উল্লেখযোগ্য অগ্রগতি প্রত্যাশা করা অবাস্তব।’


ইস্তাম্বুলে প্রায় আড়াই ঘণ্টার আলোচনায় যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে একমত হয় রাশিয়া ও ইউক্রেন। পাশাপাশি উভয় দেশই একে অপরের কাছে তাদের প্রস্তাব তুলে ধরে, যেগুলোকে ‘স্মারকলিপি’ বলা হচ্ছে। রুশ সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মস্কো পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের চারটি দখলকৃত অঞ্চল থেকে কিয়েভের সেনা প্রত্যাহারকে যুদ্ধবিরতির শর্ত হিসেবে উপস্থাপন করেছে। অঞ্চলগুলোকে রাশিয়া একতরফাভাবে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে।


অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকে পূর্ণ ও শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান জানান। রাশিয়ার প্রধান আলোচক জানিয়েছেন, কিয়েভের প্রস্তাবের জবাবে তারা ফ্রন্টলাইনের কিছু এলাকায় ২৩ দিনের জন্য আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন।


সম্ভাব্য শীর্ষ সম্মেলন সম্পর্কেও হতাশা প্রকাশ করেছে ক্রেমলিন। পেসকভ বলেন, ‘নিকট ভবিষ্যতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের মধ্যে বৈঠকের সম্ভাবনা নেই।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের বৈঠক কেবল তখনই সম্ভব, যখন দুই দেশের আলোচকরা একটি যৌথ খসড়া চুক্তিতে পৌঁছবে।’ তবে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি বৈঠকের বিষয়ে ‘উন্মুক্ত মনোভাব’ পোষণ করছেন, যা ইতোমধ্যে ইউক্রেন ও তুরস্কের প্রেসিডেন্টরাও সমর্থন করেছেন।


সূত্র: এএফপি


এসজেড