ঢাকা | বঙ্গাব্দ

পুতিন-ট্রাম্প ফোনালাপ

মস্কোয় একটি প্রদর্শনী কেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের পুতিন বলেন, ‘আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব।’
  • অনলাইন ডেস্ক | ০৩ জুলাই, ২০২৫
পুতিন-ট্রাম্প ফোনালাপ পুতিন ও ট্রাম্প।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি আজ বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। গত দুই সপ্তাহের মধ্যে এটিই হবে দুই নেতার প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষিত টেলিফোনালাপ। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দুই নেতার মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে। ইউক্রেন সংকট ও অর্থনৈতিক সহযোগিতা-সহ বিভিন্ন বিষয় তাদের আলোচনায় এসেছে বলে জানা গেছে।


মস্কো থেকে এএফপি জানায়, ,তবে আজকের আলোচনায় কী বিষয় থাকবে তা স্পষ্ট করেননি পুতিন। মস্কোয় একটি প্রদর্শনী কেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব।’


অন্যদিকে, ট্রাম্প নিজেও তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে টেলিফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। গত কয়েক সপ্তাহে দুই নেতা একে অপরের প্রতি প্রশংসা প্রকাশ করেছেন, যদিও ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন এখনো অব্যাহত রয়েছে। গত সপ্তাহে পুতিন বলেন, তিনি ট্রাম্পকে ‘অত্যন্ত সম্মান’ করেন এবং যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক উন্নতির পথে রয়েছে। ট্রাম্পও পাল্টা প্রতিক্রিয়ায় পুতিনের মন্তব্যকে ‘খুব চমৎকার’ বলে অভিহিত করেন।


সূত্র: এএফপি 


এসজেড