ঢাকা | বঙ্গাব্দ

শুধুই বাংলাদেশপন্থীরাই নেতৃত্ব দেবেন: ঠাকুরগাঁওয়ে নাহিদ

  • নিজস্ব প্রতিবেদক | ০৪ জুলাই, ২০২৫
শুধুই বাংলাদেশপন্থীরাই নেতৃত্ব দেবেন: ঠাকুরগাঁওয়ে নাহিদ ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “এই বাংলাদেশ আর হাসিনার নয়, শুধুই বাংলাদেশপন্থীরাই এই দেশের নেতৃত্ব দেবেন।”


শুক্রবার (৪ জুলাই) ঠাকুরগাঁওয়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র চতুর্থ দিনের পথসভায় তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, “এনসিপি কেবল ঢাকাকেন্দ্রিক উন্নয়নে বিশ্বাস করে না। আঞ্চলিক বৈষম্য দূর করে দেশের সব এলাকার সমান উন্নয়ন নিশ্চিত করতে হবে।” তিনি ঠাকুরগাঁওয়ের কৃষকদের প্রতি দীর্ঘদিনের অবহেলার কথাও তুলে ধরেন এবং এই অঞ্চলের উন্নয়নে এনসিপির সক্রিয় অংশগ্রহণের আশ্বাস দেন।


পথসভা শেষে এনসিপির নেতারা ঠাকুরগাঁও জেলা মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন। এরপর দিনাজপুরে পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচির চতুর্থ দিনের কার্যক্রম।


thebgbd.com/NIT