ঢাকা | বঙ্গাব্দ

বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী

যারা খেতে পারছে না তাদের ওপর স্টিমরোলার চালানো হচ্ছে: রিজভী
  • | ২০ মে, ২০২৪
বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী রুহুল কবির রিজভী

যারা খেতে পারছে না তাদের ওপর স্টিমরোলার চালানো হচ্ছে: রিজভী 


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, অটোরিকশা যারা আমদানি করে তারা আওয়ামী লীগের লোক। তবে তাদেরকে না ধরে চালকদের হেনস্তা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


আজ সোমবার (২০ মে) চা শ্রমিকদের দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে তিনি এই কথা বলেন।


রিজভী বলেন, দেশের মানুষ আজ নিপীড়িত। রিকশা শ্রমিকরাও আন্দোলন করছে, অন্যদিকে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ ঘোষণা করেছেন ওবায়দুল কাদের। রিকশা শ্রমিকরা আজ কঠিনভাবে জীবন যাপন করছে। সরকারের লোকেরা একদিকে বিদ্যুৎখাতসহ উন্নয়নের নামে টাকা পাচার করছে অন্যদিকে সাধারণ মানুষের সমস্যা বুঝছে না।


তিনি আরও বলেন, যারা খেতে পারছে না তাদের ওপর স্টিমরোলার চালানো হচ্ছে। এবারও বাজেটে বিদ্যুৎখাতসহ বিভিন্ন খাতে ভর্তুকি বাড়াচ্ছে সরকার। সাধারণ মানুষের টাকা থেকে ভর্তুকি দেয়া হয়। সরকারের লোকদের সুবিধা দিতেই বিদ্যুৎখাতসহ বিভিন্ন খাতে ভর্তুকি বাড়াচ্ছে সরকার। সরকারকে তাদের গড়া স্বর্গ থেকে বিদায় নিতে হবে, সময়ের ব্যাপার মাত্র।


এসময় অটোরিকশা চালকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মেহনতি মানুষের অধিকার নিশ্চিতের দাবি জানান রিজভী।