ঢাকা | বঙ্গাব্দ

প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার না করার সিদ্ধান্ত ইসির

দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবির পরেও নির্বাচনি প্রতীক হিসেবে ‘শাপলা’কে তালিকাভুক্ত না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ জুলাই, ২০২৫
প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার না করার সিদ্ধান্ত ইসির ছবি : সংগৃহীত।

দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবির পরেও নির্বাচনি প্রতীক হিসেবে ‘শাপলা’কে তালিকাভুক্ত না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


বুধবার রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, নতুন প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচন পরিচালনা বিধিমালার সিডিউলে এটি সন্নিবেশিত হবে না।


নাগরিক ঐক্য দলীয় প্রতীক ‘কেটলি’র পরিবর্তে ‘শাপলা’ দাবি করে। পাশাপাশি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) নিবন্ধনের সময় ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে চেয়েছিল।


তবে দেশের জাতীয় প্রতীকে শাপলা থাকা এবং তা নিয়ে সম্ভাব্য বিতর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন এই সিদ্ধান্ত নেয়।


ইসি জানায়, নির্বাচন পরিচালনায় নিরপেক্ষতা ও স্পষ্টতা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


thebgbd.com/NA