মিটফোর্ডে ঘটে যাওয়া সহিংস ঘটনাকে “দুঃখজনক” বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “ঘটনার খবর পাওয়ার পরই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো বিলম্ব হয়নি।”
শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর সূত্রাপুরের মিলব্যারাক পুলিশ লাইনে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা জানান, “এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গতরাতেও একজনকে ধরা হয়েছে। র্যাব অস্ত্রসহ দুজনকে আটক করেছে এবং মেট্রোপলিটন পুলিশের হাতে ধরা পড়েছে আরও দুজন। ডিবির টিমও অভিযান চালাচ্ছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।”
তিনি বলেন, “সভ্য রাষ্ট্রে এমন ঘটনা কাম্য নয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি ঘটনায় সক্রিয় ভূমিকা পালন করছে।”
চাঁদপুর ও বিমানে ফোন করে আতঙ্ক ছড়ানোর ঘটনাও তুলে ধরে উপদেষ্টা বলেন, “এসব ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে, কোনো ক্ষেত্রেই নীরবতা দেখানো হয়নি।”
বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অপরাধীদের আইনের মুখোমুখি করা। সেটাই করা হচ্ছে। বিচার বিভাগ স্বাধীন, এ বিষয়ে আমি মন্তব্য করব না।”
thebgbd.com/NA