ঢাকা | বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের গভীর উদ্বেগ

দেশে চলমান সহিংস ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
  • নিজস্ব প্রতিবেদক | ১২ জুলাই, ২০২৫
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের গভীর উদ্বেগ ছবি : সংগৃহীত।

দেশে চলমান সহিংস ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১২ জুলাই) সকাল ৯টা ৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সাম্প্রতিক কয়েকটি ঘটনা তুলে ধরে এ উদ্বেগ জানান।


চাঁদপুরের একটি মসজিদে খতিবের ওপর হামলার বিষয়ে তিনি লিখেন, “চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ.ন.ম. নূর রহমান মাদানীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় দৃষ্টান্তমূলক ও দ্রুত শাস্তি হওয়া জরুরি। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপকর্ম করার সাহস না পায়।”


একই পোস্টে খুলনায় যুবদলের বহিষ্কৃত এক নেতাকে হত্যার ঘটনাও উল্লেখ করে জামায়াত আমির বলেন, “খুলনায় নিহত যুবদল নেতার প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।”


তিনি বলেন, “সাম্প্রতিক এসব ঘটনা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এখনই কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এর দায় সরকারকে নিতে হবে।”


এর আগে শুক্রবার (১১ জুলাই) মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা করা নিয়ে আরেকটি পোস্টে তিনি লেখেন, “বিদেশে অবস্থান করেও এ নির্মম ঘটনা জেনে আমি ভাষা হারিয়ে ফেলেছি। এ কোন যুগে, কোন সমাজে বাস করছি? প্রকাশ্য দিবালোকে একজন সাধারণ ব্যবসায়ীকে শত শত মানুষের সামনে কুপিয়ে হত্যা করা হলো, শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয়!”


মজলুম পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, “হে ক্ষতিগ্রস্ত পরিবার, আমরা লজ্জিত। হে ভাই সোহাগ, তোমার এই পরিণতির আগে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি—এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”


thebgbd.com/NA