ঢাকা | বঙ্গাব্দ

ইইউ’কে ‘স্বার্থ রক্ষার’ আহ্বান ম্যাক্রোঁর

‘সমস্ত উপকরণ একত্রিত করে বিশ্বাসযোগ্য প্রতিকারের প্রস্তুতি জোরদার করার’ জন্য ম্যাক্রোঁ ইইউ’র প্রতি আহ্বান জানিয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ১৩ জুলাই, ২০২৫
ইইউ’কে ‘স্বার্থ রক্ষার’ আহ্বান ম্যাক্রোঁর ইমানুয়েল ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শনিবার ইউরোপীয় ইউনিয়নের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়েছেন। তিনি ‘দৃঢ়ভাবে ইউরোপীয় স্বার্থ রক্ষার’ জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।


১ আগস্টের মধ্যে যদি উভয় পক্ষ একমত হতে ব্যর্থ হয়, তবে ‘সমস্ত উপকরণ একত্রিত করে বিশ্বাসযোগ্য প্রতিকারের প্রস্তুতি জোরদার করার’ জন্য ম্যাক্রোঁ ইইউ’র প্রতি আহ্বান জানিয়েছেন। ১ আগস্ট মার্কিন শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে।


সূত্র: এএফপি 


এসজেড