ঢাকা | বঙ্গাব্দ

সিরিয়ায় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা

আরাঘচি বলেন, ইরান সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পক্ষে রয়েছে এবং সবসময় সিরীয় জনগণের পাশে থাকবে।
  • অনলাইন ডেস্ক | ১৭ জুলাই, ২০২৫
সিরিয়ায় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা আব্বাস আরাঘচি

সিরিয়ায় ইসরায়েলের ধারাবাহিক হামলার নিন্দা জানিয়ে তা বন্ধের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তেহরান থেকে এএফপি এই খবর জানিয়েছে।


বুধবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ইসরায়েল ‘লাগামহীন আগ্রাসন’ চালাচ্ছে যার কোনো সীমা নেই। বিশ্ববাসীকে, বিশেষ করে এই অঞ্চলকে একত্রিত হয়ে ইসরাইলের এই আগ্রাসন থামাতে হবে।’ আরাঘচি আরও বলেন, ‘ইরান সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পক্ষে রয়েছে এবং সবসময় সিরীয় জনগণের পাশে থাকবে।’


সূত্র: এএফপি


এসজেড