ঢাকা | বঙ্গাব্দ

২ ঘণ্টায় ভোট পড়েছে ৬৮টি

দুই ঘণ্টায় জয়পুরহাট সদর উপজেলার সরকারি বালিকা বিদ্যালয় মহিলা কেন্দ্রে ভোট পড়েছে ৬৮টি।
  • | ২১ মে, ২০২৪
২ ঘণ্টায় ভোট পড়েছে ৬৮টি সরকারি বালিকা বিদ্যালয় মহিলা কেন্দ্র

দুই ঘণ্টায় জয়পুরহাট সদর উপজেলার সরকারি বালিকা বিদ্যালয় মহিলা কেন্দ্রে ভোট পড়েছে ৬৮টি। আজ মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।


অন্যান্য কেন্দ্রের মতো জয়পুরহাট উপজেলার সরকারি বালিকা বিদ্যালয়ের মহিলা ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১০টা নাগাদ এই কেন্দ্রে ৬৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। কেন্দ্রে ভোট ভোটার ২৯৫৪, যার মধ্যে সবাই নারী ভোটার।


প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুই ঘণ্টায় এই কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে ৬৮ জনের।


জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।