ঢাকা | বঙ্গাব্দ

গাজায় ত্রাণকেন্দ্রে হামলায় নিহত আরও ৩৯

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, অভিযানের সময় কিছু লোক সেনাদের দিকে এগিয়ে এলে তারা হুমকি অনুভব করেন।
  • অনলাইন ডেস্ক | ২০ জুলাই, ২০২৫
গাজায় ত্রাণকেন্দ্রে হামলায় নিহত আরও ৩৯ গাজায় সহিংসতা চলছেই।

গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলায় ৩৯ জন নিহত ও একশ জনেরও বেশি আহত হয়েছে। শনিবার দু’টি ত্রাণকেন্দ্রের কাছে ঘটনাটি ঘটেছে বলে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে। খবর এএফপি’র।


গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজার খান ইউনিসের দক্ষিণ-পশ্চিম ও রাফাহর উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত দু’টি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে হতাহতের এ ঘটনা ঘটে। তিনি বলেন, ‘ইসরায়েলি বাহিনীর গুলিতে’ এসব মানুষ প্রাণ হারান। গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনীদের লক্ষ্য করে হামলা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গাজা কর্তৃপক্ষ এসব ঘটনার জন্য বরাবরই ইসরায়েলি বাহিনীকে দায়ী করে আসছে।


এক প্রত্যক্ষদর্শী জানান, ভোর হওয়ার আগে তিনি পাঁচ আত্মীয়কে নিয়ে খান ইউনিসের আল-তিনা এলাকায় ত্রাণ নিতে যান। তখন ‘ইসরায়েলি সেনারা গুলি চালায়’। ৩৭ বছর বয়সী আবদুল আজিজ আবেদ বলেন, ‘আমরা কেউই ত্রাণ পাইনি। প্রতিদিন যাই, আর ফিরে আসি গুলি আর হতাশা নিয়ে।’ আরও তিনজন প্রত্যক্ষদর্শীও সেনাদের গুলি চালানোর অভিযোগ করেছেন।


ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রাফাহ এলাকায় অভিযানের সময় কিছু লোক সেনাদের দিকে এগিয়ে এলে তারা হুমকি অনুভব করেন। সরে যেতে বলার পরও কেউ না সরায়, সতর্কতামূলক গুলি চালানো হয়। বিবৃতিতে বলা হয়, ঘটনাটি তদন্তাধীন। তারা জানায়, গভীর রাতে ত্রাণ বিতরণকেন্দ্র থেকে প্রায় এক কিলোমিটার দূরে গুলি ছোড়া হয়। তখন সেখানে কোনো কার্যক্রম চলছিল না।


সূত্র: এএফপি


এসজেড