ঢাকা | বঙ্গাব্দ

বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজির কারণে মূল্যস্ফীতি হচ্ছে

  • | ১৬ নভেম্বর, ২০২৪
বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজির কারণে মূল্যস্ফীতি হচ্ছে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতের ক্ষত বাহির থেকে দেখা যায় না। এত বেশি অনিয়ম ও দুর্নীতি হয়েছে— যা থেকে বেরিয়ে আসা জরুরি হয়ে পড়েছে। 


শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাইনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। 


অর্থ উপদেষ্টা বলেন, বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজির কারণে মূল্যস্ফীতি হচ্ছে। এটা বন্ধ করতে হবে। 


তিনি বলেন, বিদেশি বিনিয়োগ ও ঋণ সহায়তা পেতে অর্থনীতির স্থিতিশীলতা দরকার। ব্যাংক খাতে কিছুটা শৃঙ্খলা ফিরেছে বলে জানান তিনি। 


ভবিষ্যতে আর কেউ বিদেশে অর্থ পাচার করতে পারবে না জানিয়ে অর্থ উপদেষ্টা আরও বলেন, আর্থিক খাতের সংস্কারে যে পথ করে যাচ্ছে অন্তবর্তীকালীন সরকার, সেই পথেই পরবর্তী সরকারকে হাঁটতে হবে।