ঢাকা | বঙ্গাব্দ

উত্তরায় বিমান বিধ্বস্ত: শোকের ছায়া সাংস্কৃতিক অঙ্গনে, শিল্পীদের কণ্ঠে ব্যথা ও প্রার্থনা

  • নিজস্ব প্রতিবেদক | ২১ জুলাই, ২০২৫
উত্তরায় বিমান বিধ্বস্ত: শোকের ছায়া সাংস্কৃতিক অঙ্গনে, শিল্পীদের কণ্ঠে ব্যথা ও প্রার্থনা ফাইল ছবি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১৯ জনের মর্মান্তিক মৃত্যু এবং ১৬৪ জনের আহত হওয়ার ঘটনায় সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। এই দুর্ঘটনার গভীর প্রভাব পড়েছে দেশের সাংস্কৃতিক অঙ্গনেও। ব্যথিত হৃদয়ে শোক প্রকাশ করেছেন বহু গুণী শিল্পী, পরিচালক, অভিনেতা ও সংগীতশিল্পী।


সংগীত পরিচালক ইমন চৌধুরী লিখেছেন, “এখন পর্যন্ত ১৯টি তাজা প্রাণ ঝরে গেল। এই মৃত্যু উপত্যকায় সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা ছাড়া আমাদের আর কিছুই করার উপায় নেই। শোক জানানোর ভাষা নেই।”


নাট্যকার জিনাত হাকিম লিখেছেন, “নিয়তির খেলায় আমরা এভাবেই অসহায় হয়ে পড়ি। আহারে এই শিশুরা কীভাবে যন্ত্রণা সহ্য করছে! আমার দেখেই তো ঝলসে যাচ্ছে সব। আল্লাহ রহমত দান করুন, আমিন।”


অভিনেত্রী পূজা চেরী লেখেন, “এখন স্কুল, কলেজেও মৃত্যুর ভয় নিয়ে যেতে হবে।”

অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার বলেন, “এই রকম ভয়াবহ ঘটনা অনাকাঙ্ক্ষিত। শোক নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি।”


মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’-এর ভোকাল লিংকন। তিনি নিখোঁজ এক শিক্ষার্থীর তথ্য পোস্ট করে লিখেছেন, “মাইলস্টোন স্কুলের কারও খোঁজের বা রক্তের প্রয়োজন হলে আমাকে জানাবেন, আমি পোস্ট করব।”


এদিকে নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজতে ছুটছেন অভিভাবকেরা। কেউ কারও লাশ খুঁজে পেয়েছেন, কেউ এখনও বেপাত্তা প্রিয়জনের অপেক্ষায়। এমন হৃদয়বিদারক পরিস্থিতিতে অভিনেত্রী শাহনাজ খুশি বলেন, “কী বলব? এ কোন শোকগাথা? বুকের ভেতরে তোলপাড় করছে। কতগুলো বাচ্চা! মা–বাবার অন্তর উপলব্ধি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছি।”


শোকাহত দেশবাসীর মতো সংস্কৃতিকর্মীরাও এখন একটাই প্রশ্ন করছেন—এই মৃত্যু কীভাবে প্রতিরোধ করা যেত? আর কত প্রাণ হারালে আমরা সতর্ক হব?


thebgbd.com/NIT