খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিয়েছে বিএনপি। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবর জেয়ারত করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেল সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও নেতাকর্মীরা।
উল্লেখ্য, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে শিক্ষিকা মাসুকা বেগম প্রাণ হারান। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে তার কবরস্থানে গিয়ে জিয়ারত শেষে দোয়া এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এ্যানি।
এসময় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
thebgbd.com/NIT