বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি২০ সিরিজকে ওয়ার্ম-আম হিসেবেই নিয়েছিল বাংলাদেশ দল। প্রত্যাশা ছিল আনকোরা দলটির বিপক্ষে আসবে সহজে জয়। তবে টাইগারদের সমস্ত ভাবনাকে ভণ্ডুল করে দিয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। প্রথমবার বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেই ঐতিহাসিক জয় তুলে নিয়েছে দলটি। টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এটি মাত্র তাদের দ্বিতীয় টি২০ ম্যাচ জয়।
মঙ্গলবার (২১ মে) হিউস্টনের প্রাইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টসে হেরে আগে ব্যাট করতে নেমে তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের কল্যাণে ১৫৩ রান করে বাংলাদেশ। সেই রান তাড়ায় নেমে ৩ বল হাতে থাকতেই ৫ উইকেটের জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। ম্যাচসেরা হয়েছেন ব্যাট হাতে ঝড় তোলা হারমিত সিং।
বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করেন যুক্তরাষ্ট্রের ওপেনাররা। ৩ ওভারে ২৭ রান তোলার পর যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল (১০) শরিফুল ইসলামের দুর্দান্ত থ্রোয়ে রান আউট হয়ে যান। তবুও টি২০র মেজাজ ধরে রেখে দ্বিতীয় উইকেটে ৩৮ রানের জুটি গড়েন আরেক ওপেনার স্টিভেন টেলর ও অ্যান্দ্রিস গুস। ১৮ বলে ২৩ রান করা গুসকে ফেরান রিশাদ হোসেন।
এরপর ১৩ রানের ব্যবধানে স্বাগতিকরা আরও দুই উইকেট হারায়। ২৮ রানে টেলর এবং অ্যারন জোন্সকে ৪ রানে ফেরান মোস্তাফিজুর রহমান। তাতে স্বাগতিকরা চাপে পড়ে রানের গতি কমিয়ে দেয়। পরে ৯৪ রানে পঞ্চম উইকেট হারায় যুক্তরাষ্ট্র, ১০ রান করা নিতীশ কুমারকে আউট করেন শরিফুল। এরপর অ্যান্ডারসন ধীরগতিতে খেললেও, বাউন্ডারি খেলে তাতে ভারসাম্য বজায় রাখেন হারমিত। তাদের সেই জুটিই ইতিহাসগড়া জয় এনে দেয় স্বাগতিকদের। টাইগারদের হয়ে মোস্তাফিজ ২টি এবং রিশাদ ও শরিফুল একটি করে উইকেট পেয়েছেন।
এর আগে, যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো সিরিজ খেলতে নেমে আবারও ব্যাট হাতে ব্যর্থ হন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। লিটন ১৪, শান্ত করেন ৩ রান। সাকিব আল হাসানও ইনিংস বড় করতে পারেননি। ৬ রানে এই বাঁহাতি হন রানআউট। তানজিদ হাসান তামিমের জায়গায় সুযোগ পাওয়া সৌম্য সরকারের ব্যাট থেকে আসে মোটে ২০ রান। তবে বাংলাদেশ মাঝারি মানের পুঁজি পায় তাওহীদ হৃদয় আর মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে। হৃদয় আউট হওয়ার আগে করেন ৫৮ রান। মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ৩১ রান।