ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্পের সঙ্গে বিতর্ক লড়তে প্রস্তুত বাইডেন

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রার্থীদের মধ্যে বিতর্কের বিষয়টি বেশ জনপ্রিয়। এই বিতর্ক সাধারণত কোনো প্রার্থী সম্পর্কে ভোটারদের মতামত তৈরি কিংবা ভাঙতে কিছুটা হলেও সহায়তা করে।
  • | ২৮ এপ্রিল, ২০২৪
ট্রাম্পের সঙ্গে বিতর্ক লড়তে প্রস্তুত বাইডেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্ক আয়োজন যেকোনো সময়

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এক সাক্ষাৎকারে বিলম্ব না করে বিতর্ক আয়োজনের তাগিদ দিয়েছেন বাইডেন।


গত শুক্রবার স্যাটেলাইট রেডিও সিরিয়াস এক্সএমের উপস্থাপক হাওয়ার্ড স্টার্নকে দেওয়া এক সাক্ষাৎকারে জো বাইডেন বিতর্ক প্রসঙ্গে বলেন, ‘এটি নিয়ে আমি ভাবছি। তবে তা ঠিক কখন হবে জানি না। তার (ট্রাম্পের) সঙ্গে বিতর্ক করতে আমার আপত্তি নেই।’ এদিকে, ট্রাম্পের পক্ষ থেকে প্রচারণার উপদেষ্টা ক্রিস লাসিভিটা এক্স/টুইটারে বলেন, ‘কোনো অসুবিধা নাই। তাহলে বিতর্কের আয়োজন করা হোক।’


যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রার্থীদের মধ্যে বিতর্কের বিষয়টি বেশ জনপ্রিয়। এই বিতর্ক সাধারণত কোনো প্রার্থী সম্পর্কে ভোটারদের মতামত তৈরি কিংবা ভাঙতে কিছুটা হলেও সহায়তা করে। একটি নিরপেক্ষ কমিশনের আয়োজিত বিতর্কটি সুপরিচিত কোনো সাংবাদিকের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে থাকে। তবে গত কয়েক মাস ধরে বাইডেন শিবির বিতর্কের ব্যাপারে তেমন আগ্রহ দেখাচ্ছিল না।


এর আগে, বিতর্কের বিষয়ে গত মাসে বাইডেন বলেছিলেন, নির্বাচনী বিতর্কের বিষয়টি পুরোটাই নির্ভর করছে ট্রাম্পের আচরণের ওপর।


রিপাবলিকান দলের প্রার্থী বাছাই লড়াইয়ে গত মাসে জয় নিশ্চিত হওয়ার আগে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বিতর্ক লড়তে অস্বীকার করেছিলেন ট্রাম্প। তবে এবার বাইডেনকে ‘যেকোনো সময়, যেকোনো জায়গায়’ বিতর্ক করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।


বিতর্ক কমিশন গত নভেম্বরে এবারের নির্বাচনের জন্য তিনটি বিতর্কের কথা ঘোষণা করে। টেক্সাস, ইউটা ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয়ে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে এসব বিতর্ক হওয়ার কথা। নিজের নির্বাচনী প্রচারণা কর্তৃপক্ষ থেকে কোনো আগাম ঘোষণা ছাড়াই বাইডেন বিতর্কের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সম্ভবত তিনি অপ্রস্তুতভাবে তাৎক্ষণিক এ ঘোষণা দিয়েছেন।