ঢাকা | বঙ্গাব্দ

গাজায় নিহত আরও ২২

উত্তর গাজার জিকিম ক্রসিংয়ের কাছে ত্রাণ ও খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ছয়জন নিহত হন।
  • অনলাইন ডেস্ক | ০২ আগস্ট, ২০২৫
গাজায় নিহত আরও ২২ বিধ্বস্ত গাজা।

ইসরায়েলি বাহিনীর গুলি এবং বিমান হামলায় গাজায় শুক্রবার কমপক্ষে ২২ জন নিহত এবং অনেকেই আহত হয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে আটজন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি অঞ্চলে খাদ্য সহায়তা সংগ্রহের জন্য অপেক্ষা করছিলেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজা উপত্যকায় হামলা চালিয়েছে। ওই হামলায় পাঁচজন নিহত হয়েছে। তিনি বলেন, দেইর আল-বালাহ’য় একটি গাড়ির ধাক্কায় আরো চারজন নিহত হয়েছেন।


বাসাল বলেন, ইসরায়েলি বাহিনী পাঁচজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজা সিটি এলাকা থেকে সেনা প্রত্যাহারের খবর জানার পর, অঞ্চলটির উত্তরে অবস্থিত গাজা সিটি এলাকায় ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তারা এএফপিকে জানিয়েছে, প্রতিটি ঘটনার নির্দিষ্ট সমন্বয় ছাড়া তারা কোনও ঘটনা নিশ্চিত করতে পারেনি।


বেসামরিক প্রতিরক্ষা সংস্থা মানবিক সাহায্যের জন্য ফিলিস্তিনিদের ওপর মারাত্মক গুলাগুলির কথা জানিয়েছে। জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞরা জানিয়েছেন গাজায় ‘এখন দুর্ভিক্ষ চলছে’। বাসাল বলেছেন, উত্তর গাজার জিকিম ক্রসিংয়ের কাছে অপেক্ষা করার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ছয়জন নিহত হন। এখান থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইল থেকে ত্রাণ ট্রাক প্রবেশ করেছে।


বেসামরিক প্রতিরক্ষা জানিয়েছে, দক্ষিণ গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে জনতার ওপর ইসরায়েলি গুলিতে দুইজন নিহত এবং ৭০ জন আহত হয়েছে। এই কেন্দ্রটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) কর্তৃক পরিচালিত হয়। জিএইচএফ এর কার্যক্রম বিশৃঙ্খল দৃশ্য এবং প্রায় প্রতিদিনই মারাত্মক ঘটনা ঘটছে।


ইসরায়েলি সামরিক বাহিনী সর্বশেষ প্রতিবেদনের বিষয়ে কোনও মন্তব্য করেনি, অন্যদিকে জিএইচএফ তাদের সাহায্য কেন্দ্রগুলোর আশেপাশে গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছে। গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ এবং অনেক এলাকায় প্রবেশাধিকারে অসুবিধার কারণে এএফপি স্বাধীনভাবে নিহতের সংখ্যা এবং বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এবং অন্যান্য পক্ষের দেওয়া বিবরণ যাচাই করতে পারেনি।


সূত্র: এএফপি


এসজেড