প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ছাড়ার আগে প্রবাসীদের জন্য কিছু করে যেতে চায়।”
শনিবার (২ আগস্ট) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “রেমিট্যান্স যোদ্ধাদের আত্মত্যাগ দৃশ্যমান না হলেও গভীরভাবে অনুভব করি। আপনারা ঝুঁকি নিয়ে বিদেশে গেছেন, আবার এই জুলাই আন্দোলনেও সমর্থন দিয়েছেন।”
তিনি জানান, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের একটি নতুন চুক্তি হতে যাচ্ছে, যা ভারত বা পাকিস্তানের সঙ্গেও নেই। চুক্তিটি বাস্তবায়িত হলে প্রবাসী বাংলাদেশিরা বাড়তি সুবিধা পাবেন।
বিদেশে যাওয়ার ইচ্ছুকদের উদ্দেশে তিনি বলেন, “অনিশ্চিত জীবনে ঝাঁপ দেওয়ার আগে ভালোভাবে খোঁজখবর নিন। টাকা-পয়সা থাকলে দেশে থেকেই ব্যবসা করা ভালো।”
প্রবাসীদের সতর্ক করে তিনি বলেন, “আপনারা বিদেশে দেশের প্রতিনিধিত্ব করছেন। এমন কিছু করবেন না যাতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।”
thebgbd.com/NA