ঢাকা | বঙ্গাব্দ

ইটনায় কৃষককে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সীমানায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সানু মিয়া নামে এক কৃষক নিহত হয়েছেন।
  • | ২৪ মে, ২০২৪
ইটনায় কৃষককে কুপিয়ে হত্যা প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সীমানায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সানু মিয়া নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হন তার ছেলে মেয়েসহ আরও ৩ জন।


আজ শুক্রবার (২৪ মে) সকালে উপজেলার থানেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, থানেশ্বর গ্রামের কৃষক সানু মিয়ার (৬৫) সঙ্গে একই গ্রামের মুক্তো মিয়ার জমি নিয়ে বিরোধ ছিল। গত বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে সানু মিয়া বাড়ির আঙ্গিনায় টিউবওয়েল স্থাপন করতে গেলে বাধা দেয় মুক্তো মিয়া। এ সময়-দু পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।


এই ঘটনার জের ধরে আজ শুক্রবার (২৪ মে) সকালে মুক্তো মিয়া ও তার ছেলেসহ আত্মীয়স্বজন দেশীয় অস্ত্র নিয়ে সানু মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। তারা সানু মিয়া, তার ছেলে লিটন (৩৫), মেয়ে সোমা (৩০) ও ভাতিজা বাবুলকে (৪৫) কে কুপিয়ে গুরুতর আহত করে।


আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে ইটনা উপজেলা হাসপাতালে নেয়া হলে ডাক্তার সানু মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে লিটন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির রাব্বানী।


তিনি আরও জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।