ফিলিস্তিনের রাফাহতে গত রোববার রাতে দখলদার ইসরায়েলের বিমান হামলায় ৪৫ জন নিহত হন। এই হামলায় আহত হন আরও প্রায় ২০০ ফিলিস্তিনি।
যেখানে হামলা চালানো হয়েছে সেখানে তাঁবু গেড়ে আশ্রয় নেন সাধারণ মানুষ। এই হামলায় এত মানুষ আহত ও নিহত হওয়ার পর পুরো বিশ্ব থেকে নিন্দা জানানো হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি সংসদে সোমবার (২৭ মে) বলেছেন, এই ঘটনা ভুলক্রমে ঘটে গেছে। তিনি দাবি করেছেন, হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কিন্তু এতে বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
নেতানিয়াহু বলেছেন, “রাফাহ থেকে আমরা ইতিমধ্যে ১০ লাখ সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছি। সাধারণ মানুষের কোনো ক্ষতি না করার ইচ্ছা থাকা সত্ত্বেও, দুর্ভাগ্যবশত কিছু একটা ভুল হয়ে গেছে।”
“আমরা এই ঘটনা তদন্ত করছি এবং কেন ঘটল সেটি খুঁজে বের করব। কারণ এটি আমাদের নীতি।” যোগ করেন নেতানিয়াহু।
তবে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী আবারও জানিয়েছেন, তারা এখনই গাজায় যুদ্ধ বন্ধ করবেন না। যতদিন পূর্ণ বিজয় না পাবেন ততদিন যুদ্ধ অব্যাহত থাকবে বলে হুমকি দিয়েছেন তিনি।
সূত্র: বিবিসি