ঢাকা | বঙ্গাব্দ

জার্মানিতে মূল্যস্ফীতির পাশাপাশি বেড়েছে বেতনও

চলতি বছরের প্রথম তিন মাসে বেতন বেড়েছে ৬.৪ শতাংশ। তবে মূল্যস্ফীতি সমন্বয় করার পর বেতন বৃদ্ধির হার হয় ৩.৮ শতাংশ। এই হার ২০০৮ সালের পর সবচেয়ে বেশি।
  • | ৩০ মে, ২০২৪
জার্মানিতে মূল্যস্ফীতির পাশাপাশি বেড়েছে বেতনও মে মাসে মূল্যস্ফীতির হার ২.৪ শতাংশ

ছয় মাসের মধ্যে জার্মানিতে চলতি মে মাসে প্রথমবারের মতো মূল্যস্ফীতি বেড়েছে বলে বুধবার জানিয়েছে দেশটির পরিসংখ্যান কার্যালয় ডেস্টাটিস। আর এ বছরের প্রথম তিন মাসে বেতন বৃদ্ধির হার ২০০৮ সালের পর ছিল সবচেয়ে বেশি।

মে মাসে মূল্যস্ফীতির হার ২.৪ শতাংশ। অর্থাৎ, আগের বছরের মে মাসের তুলনায় মূল্য বেড়েছে ২.৪ শতাংশ। এপ্রিলে মূল্যস্ফীতি ছিল ২.২ শতাংশ। ডেস্টাটিস বলছে, ছয় মাসের মধ্যে মে মাসেই প্রথমবার মূল্যস্ফীতি বাড়ল।

ডেস্টাটিস আরও জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে বেতন বেড়েছে ৬.৪ শতাংশ। তবে মূল্যস্ফীতি সমন্বয় করার পর বেতন বৃদ্ধির হার হয় ৩.৮ শতাংশ। এই হার ২০০৮ সালের পর সবচেয়ে বেশি।

বেতন বাড়ায় মে মাসে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে ধারণা করেন অর্থনীতিবিদেরা। জার্মানিতে মে মাসে খাবারের দাম আগের বছরের মে মাসের তুলনায় ০.৬ শতাংশ বেড়েছে। এ বছরের মে মাসে সেবার দাম ৩.৯ শতাংশ বেড়েছে।

আগের বছরের তুলনায় জ্বালানির দাম ১.১ শতাংশ কমেছে। মূল্য সংযোজন কর বা ভ্যাট আগের ১৯ শতাংশে ফিরে যাওয়ার পরও জ্বালানির দাম কমেছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনের হামলা করার পর জ্বালানির দাম বাড়তে থাকায় জার্মান সরকার জ্বালানির মূল্যের ওপর ভ্যাট ১৯ শতাংশ থেকে কমিয়ে সাত শতাংশ করে।

চলতি বছরে মূল্যস্ফীতির হার ২.৪ শতাংশ হতে পারে বলে ধারণা করছে জার্মান সরকার। গতবছর এটি ৫.৯ শতাংশ ছিল।