তীব্র গরমে পুড়ছে দিল্লির প্রাণ-প্রকৃতি। হাঁসফাঁস জনজীবনে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে— ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়েছে বর্তমান তাপমাত্রা। মুঙ্গেশপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
দেশটির আবহাওয়া অফিস বলছে— ভয়াবহ এই পরিস্থিতি থেকে দ্রুতই রেহাই পাওয়ার খুব একটা সম্ভাবনা নেই। বরং দিল্লির বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ শুরু হতে পারে। তবে উদ্ভূত পরিস্থিতি থেকে রেহাই পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
এদিকে বুধবার দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তীব্র গরমের এই অবস্থায় পানি নষ্ট করলে ২ হাজার রুপি জরিমানা গুনতে হবে। দিল্লির মন্ত্রী অতিশি স্বাক্ষরিত একটি নির্দেশনায় বলা হয়েছে— ‘দিল্লিতে প্রবল তাপপ্রবাহ চলছে। এরমধ্যে হারিয়ানা রাজ্য আমার ভাগের পানি না ছাড়ায় দিল্লিতে পানির অভাব দেখা দিয়েছে। ফলে পানি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
দিল্লি সরকার বলছে— দিল্লির অনেক জায়গায় দায়িত্বজ্ঞানহীনভাবে পানি অপচয় করা হচ্ছে। এছাড়া গৃহস্থের কাজেও প্রচুর পানি ব্যবহার হয়। এর মধ্যে বেআইনিভাবে পানির সংযোগ নিয়ে নির্মাণ কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানও সেই কাজ করে থাকে। তাই পানির অপচয় রুখতে কড়া পদক্ষেপের প্রয়োজন আছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস