ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ২ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া ও দেবিনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।
  • | ৩১ মে, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ২ জনের মৃত্যু সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া ও দেবিনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মে) দুপুরে আলাদা দুই ইউনিয়নের এ ঘটনা ঘটে।



তারা হলেন- সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের রহমানের টোলা গ্রামের বুলবুলের ছেলে মাহি (৭) এবং বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের বাসিন্দা রহিম (৬০)।


 

জানা যায়, দুপুর ২টার দিকে বাড়িতে চার্জে থাকা অটোরিকশায় খেলতে গিয়ে শিশু মাহি বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


 

এর আগে দুপুর ১২টার দিকে বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকায় বৈদ্যুতিক তার টিনে লেগে বিদ্যুতায়িত হন বৃদ্ধ আব্দুর রহিম। পরিবারের লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।



চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান বলেন, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশু মাহি খেলাধুলা করছিল। হঠাৎ করে চার্জে থাকা অটোরিকশার কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। অন্যদিকে, বৃদ্ধ আব্দুর রহিমের বাড়ির টিন বিদ্যুতায়িত হন। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।


 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, আলাদা দুটি ঘটনায় শিশু ও বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।