ঢাকা | বঙ্গাব্দ

রুমা-থানচি সড়কে যান চলাচল বন্ধ

রিমালের প্রভাবে ভারি বৃষ্টিপাতের কারণে বান্দরবানের রুমা-থানচি উপজেলা যাওয়ার পথে মিলনছড়ি নামকস্থানে একটি বেইলি সেতু দেবে যাওয়ায় বান্দরবানের সঙ্গে রুমা ও থানচি উপজেলার সঙ্গে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
  • | ০১ জুন, ২০২৪
রুমা-থানচি সড়কে যান চলাচল বন্ধ ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজ

রিমালের প্রভাবে ভারি বৃষ্টিপাতের কারণে বান্দরবানের রুমা-থানচি উপজেলা যাওয়ার পথে মিলনছড়ি নামকস্থানে একটি বেইলি সেতু দেবে যাওয়ায় বান্দরবানের সঙ্গে রুমা ও থানচি উপজেলার সঙ্গে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত ২৮ মে সকাল থেকে সেতুটি দেবে যাওয়ায় কর্তৃপক্ষ সেতুটি মেরামতের জন্য যান চলাচল বন্ধ করে দেয়, এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। 


আজ শনিবার (১ মে) সরেজমিনে কথা হয় রুমা যাওয়ার জন্য ঢাকা থেকে আসা যাত্রী মো. আবু মুছার সঙ্গে। তিনি বলেন, আমি যাওয়ার সময় এই রাস্তা ভালো ছিল, এসে দেখি রাস্তার বেহাল অবস্থা ব্রিজ ভেঙে যাওয়ার কারণে দুই-তিনটা গাড়ি পরিবর্তন করতে হয়েছে। কষ্ট যেমন হয়েছে তেমনি খরচও বেশি হয়েছে।  


রুমার বাসিন্দা উহ্লাচিং মারমা বলেন, একজন রোগীকে রুমা থেকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাচ্ছি। ব্রিজ দেবে যাওয়ায় রোগীকে নিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ পর্যন্ত গাড়িও দুইটা পরিবর্তন করতে হয়েছে।


রুমা থানচি সড়কের গাড়ি চালক মো. জসিম উদ্দিন বলেন, গত ২৮ তারিখ থেকে ব্রিজ দেবে যাওয়ার কারণে গাড়ি নিয়ে বসে আছি, বান্দরবান যেতে পারছি না। 


এ দিকে বেইলী সেতু দেবে যাওয়ায় একপ্রান্তে যাত্রীরা নেমে পায়ে হেঁটে মালামাল বহন করে আবার অন্যপ্রান্তে গিয়ে যানবাহনে ওঠতে হচ্ছে। এদিকে সড়ক যোগাযোগ স্বাভাবিক না থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ফল সংগ্রহ করে তা দ্রুত বাজারজাত করতে না পারার পাশাপাশি রুমা ও থানচি উপজেলায় সবজি পরিবহণে দিতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।  


আনারস চাষি লাল তিয়াত জানান, আমরা বান্দরবানের বিভিন্ন পাহাড়ে আনারস-আম বাগান করেছি। সেখানে মোটামুটি ফলনও হয়েছে। তবে উৎপাদিত ফলন বাজারজাত করতে পারছি না। বিশেষ করে ব্রিজ ভাঙার কারণে ২-৩ বার গাড়ি পরিবর্তন করতে হচ্ছে। 


বান্দরবান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ্ উদ্দীন চৌধুরী বলেন, ইতোমধ্যে প্রায় সংস্কারের কাজ শেষ। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বেইলী সেতুটি মেরামত করে যানবাহন চলাচল স্বাভাবিক করে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।


বাংলাদেশ সেনাবাহিনীর ২০ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের আওতায় রয়েছে বান্দরবানের রুমা-থানচি সড়ক। আর দ্রুত সময়ে এই বেইলী সেতুটি মেরামত হলে জনদুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে প্রত্যাশা সাধারণ জনগণের।